বর্তমানে বিশ্বে বাইকের দুর্ঘটনারসংখ্যা কমশ বেড়েই চলেছে এই দুর্ঘটনায় কেউ কেউ যেমন আহত হচ্ছেন ঠিক তেমনইমৃত্যুর মুখে ঢলে পড়ছেন অনেকেই। বিশেষজ্ঞদের মতেএর  অধিকাংশ কারণ হেলমেটমাথায় না পরেট্রাফিক রুলস না মেনে জোরে বাইক চালানো। এরকমই একটি ঘটনারউপর কেন্দ্র করে তৈরী হয়ছে  অনিমেষ মুখার্জি পরিচালিত হিন্দি শর্ট ফিল্ম "অনমোল জীবন"
লিখেছেন গৌতম গুপ্ত ,তিনি অভিনয় ও করেছেন
এছাড়া ও আছেন বিখ্যাতকবি ও চলচিত্র অভিনেতা দিব্যেন্দু শেখর দাস আছেন সুমনও 

এখানে দেখানো হয়েছে বাইক দূর্ঘটনায় সন্তান হারানো এক বাবার যন্ত্রনা! সেইযন্ত্রনা থেকে সন্তানতুল্য একজনের জীবন বাঁচানোর আাকুতি!   শর্ট ফিল্মটি দেখে আমার মনে হয়েছেপ্রত্যেকের বিশেষ করে এই প্রজন্মের ছেলেমেয়েদের শর্টফিল্মটি দেখা অত্যন্ত জরুরী। শুধু দেখা নয়দেখে নিজেদের সচেতনতা বাড়ানো উচিত। একটু ভুলের জন্যএকটু সচেতনতার অভাবে আর যেন ঝরে না যায় কোনতাজা প্রাণ। সচেতনামূলক এমন শর্টফিল্ম আমাদের জন্য অত্যন্ত প্রয়োজন,  যা দেখে সচেতন হবে আমাদের প্রজন্মের ছেলে মেয়েরা। বেঁচে যাবে অনেক জীবনকমিয়ে আনা যাবে মায়ের চোখের অশ্রুধারা...স্বজনের আহাজারি

Comments

  1. Thanks feel me filmy for your support and writing about us

    ReplyDelete

Post a Comment